Start a conversation

হোস্টিং এর মূল্য হালনাগাদকৃত / নতুন মূল্য কার্যকর হবে ১লা সেপ্টেম্বর ২০১৯ তারিখ থেকে।

প্রিয় গ্রাহক,

আপনি হয়তো জানেন, প্রতিবছরই  ডলার এর মূল্য বাড়ছে এবং বিগত কয়েক বছর যাবৎ এটা বেড়েই চলেছে। অতি সম্প্রতি সি-প্যানেল ও তাদের মূল্য বৃদ্ধি করেছে । কিছু কেত্রে তাদের মূল্য বহুগুন বৃদ্ধি করেছে। 


আপনি নতুন সিপ্যানেল মূল্য নীতি দেখতে পারেন  https://blog.cpanel.com/update-to-account-based-pricing/ ।  পূর্বেও ডলার এবং সি-প্যানেল এর মূল্য  বাড়লে ও আমরা আমাদের হোস্টিং সেবার মূল্য একই ছিল। এরপরও  আমাদের হোস্টিং এর  মূল্য  না বাড়িয়ে আপনাদের নিৰ্বিঘ্নে ৭ বছর সেবা দিয়েছি। 


পারিপার্শ্বিক এই মূল্য বৃদ্ধির কারণে আমরা বাধ্য হয়েই আমাদের হোস্টিং এর মূল্য বৃদ্ধি করতে যাচ্ছি। আমাদের আপডেট হালনাগাদকৃত/ নতুন মূল্য  কার্যকর হবে ১লা সেপ্টেম্বর ২০১৯ তারিখ থেকে।


এখন হতে হোস্টিং রিনিউ এবং নতুন রেজিস্ট্রেশন এর ক্ষেত্রে নতুন মূল্য প্রযোজ্য হবে ।

হালনাগাদকৃত/ নতুন মূল্য দেখতে এই লিংক টি ভিজিট করুন - https://www.eicra.com/web-hosting  


আমরা জানি আপনার আরও প্রশ্ন থাকবে, আপনি সরাসরি আমাদের সাথে এই +8801917746550 - 4 নম্বরে যোগাযোগ করতে পারেন বা আপনার প্রশ্ন আমাদের (support@eicra.com) মেইল  করতে পারেন এবং আমরা আপনাকে সহায়তা করতে পেরে খুশি হব।


আপনাদের সার্বিক সহযোগিতা আমাদের একান্ত কাম্য ।

Choose files or drag and drop files
Was this article helpful?
Yes
No
  1. Support-Agent

  2. Posted

Comments